বৈধভাবে দক্ষিণ কোরিয়াতে যেতে চাইলে যা যা করণীয় A to Z(including all side) : আজ প্রথম কিস্তি

এটি টেক সম্পর্কিত টিউন না হলেও অনেকেরই কাজে লাগবে আশা করি। আমার সংগ্রহে আছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
বিগত ৪ জুন ২০০৭ তারিখে বাংলাদেশ ও কোরিয়া সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার আওতায় Employment Permit System (EPS) এর মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় শ্রমিক প্রেরণ করে থাকে বাংলাদেশ, আমার মনে হয় এই প্রতষ্ঠিনটি (বোয়েসল) ছাড়া অন্যকোন ভাবে শ্রমিক হিসাবে যাওয়া যায়না।
যদি কোন প্রতিষ্ঠান শ্রমিক রপ্তানি করে তাহলে আইনত দন্ডনীয় অপরাধ" Bangladesh Overseas Employment Services Limited" (BOESL), বিস্তারিত জানতে ক্লিক করুন
২০১০ সালে কোরিয়ায় লোক নিয়োগ করেছে ১১৮০ জন,
এখন দেখুন আপনিও ভবিষ্যতে থাকতে পারেন কিনা?
একজন দক্ষ, অদক্ষ, আধাদক্ষ শ্রমিক হিসাবে দক্ষিণ কোরিয়ায় যেতে হলে, প্রার্থীকে প্রথমেই দ: কোরিয়ার ভাষা সম্পর্কে জানতে হবে, শিখতে হবে এবং কোরিয়ান ভাষা পারদর্শিতা পরীক্ষায় পাশ করতে হবে।
ভাষা যেভাবে শিখবেন :
প্রথমে কোরিয়ান ভাষা সম্পর্কে জ্ঞান আছে এমন একজন লোক বাছাই করুন নিজ দায়িত্বে, তার কাছ থেকে জেনে নিন কোরিয়ান ভাষা শেখার কৌশল, আর কোরিয়ান ভাষা শিখতে হলে আপনাকে একটি শিশু হতে হবে যেমনটি বয়স ছিল আপনার অ, আ, ক, খ, লিখতে ও পড়ার, তা না হলে আপনি পরীক্ষায় কৃতকার্য হতে পারবেন না, অ, আ, ক, খ শিখা শেষ হলে তারপর ইপিএস কর্তৃক প্রকাশকৃত প্রশ্ন ব্যাংক ধরতে হবে, প্রশ্ন ব্যাংক হচ্ছে, পরীক্ষার কক্ষে যেসকল প্রশ্ন আপনাকে দেওয়া হবে। সেই প্রশ্নেরই বই, প্রশ্ন ব্যাংক বই দুইটা, পরীক্ষাও হবে দুইটা, প্রশ্ন ব্যাংক গুলো হলো : প্রশ্ন ব্যাংক রিডিং + প্রশ্ন ব্যাংক লিসেনিং, দুইটা বই থেকে ২৫ + ২৫ টা প্রশ্ন আসবে, প্রশ্নের ধরণ নৈর্ব্যত্কি, এমসিকিউ পদ্ধতি, পূর্ণ মান= ১০০ + ১০০, এই দুইটা বই সম্পর্কে আপনার যথাযথ জ্ঞান থাকা আবস্যক
পরীক্ষায় অংশ গ্রহনের যোগ্যতা :
শর্তাবলী
* আপনার বয়স ১৮ বছর হয়ে থাকলে।
* ৩৯ বছরের কম হয়ে থাকলে।
* কোরিয়াতে একদিনও অবৈধভাবে বসবাস না করলে।
* কোরিয়ান এয়ারপোর্ট থেকে ফেরত না পাঠায়ে থাকলে।
* জীবনে কোন দিন কারাদন্ড ভোগ করিয়া না থাকলে।
* সরকার কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয় পত্র থাকলে।
পরীক্ষায় অংশ গ্রহণের নিয়মাবলী :
১। ইপিএস কর্তৃক নির্ধারিত সময়ে ইন্টারনেট এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
২। ইপিএস কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন / আপনার তথ্য গ্রহণ করলে আপনাকে একটা সাময়িক রিসিট কপি দিবে, সেই রিসিট কপি নিয়ে যেতে হবে বোয়েসল কর্তৃক নির্ধারিত ব্যাংকে রেজিষ্ট্রেশনের টাকা জমা দেওয়ার জন্য। সোনালী ব্যাংক, ঢাকা সিটির মধ্যে হতে হবে। ব্যাংকে আপনার খরচ হবে ১৭ ডলার, ১৭x৭০=১১৯০+ ৩৫ টাকা (কমিশন) = ১২২৫ টাকা (পরিবর্তনশীল), ব্যাংকে টাকা জমা দেওয়া হলে আপনার ব্যাংক রিসিট, ইপিএস থেকে সাময়িক দেওয়া রিসিট বা টিকেট এই দুইটা রিসিট নিয়ে দেখাতে হবে বোয়েসেল অফিসে, মনে রাখবেন টাকা জমা দেওয়ার সময় কিন্তু খুবই অল্প ! যেদিন রেজিস্ট্রেশন করবেন তার পরদিন পর্যন্ত সময় মাত্র। তারপর ইপিএস কর্তৃক নির্ধারিত সময়ে আপনাকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশ পত্র দেওয়া হবে। সেটা আপনাকে নির্ধারিত ওয়েব পেইজ থেকে প্রিন্ট করতে হবে। প্রবেশ পত্র আর জাতীয় পরিচয় পত্র এই দুই টা জিনিস ছাড়া আপনাকে পরীক্ষার হলে কোনক্রমেই ঢুকতে দেওয়া হবে না। (মনে রাখবেন ভুয়া পরিচয় পত্র নিয়ে আসবেন তো জেলখানায়)।
পরীক্ষার পদ্ধতি :
কম্পিউটার বেইজ টেস্ট
প্রথমে থাকবে লিসেনিং, প্রশ্ন সংখ্যা- ২৫, সময় ৪০ মিনিট
তারপর বিরতীবিহীন শুরু হবে রিডিং, প্রশ্ন সংখ্যা-২৫ সময় ৩০ মিনিট
পরীক্ষায় উত্তীর্ন প্রার্থীদের নাম ঘোষনা করার পর, উত্তীর্ণ প্রার্থীকে বোয়েসেল অনুমোদিত মেডিকেল সেন্টারে মেডিকেল করতে হবে। যে প্রার্থী মেডিকেলি ফিট হবে তাকে ফিট কার্ড নিয়ে বোয়েসেল অফিসে এসে জব অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে জমা দিতে হবে।

এর পরের কিস্তিতে থাকছেঃ
  1. জব অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে যা যা লাগবে
  2. ভাষা যেভাবে শিখবেন
  3. রেজস্ট্রেশন এর নিয়ম (অনলাইনে)
  4. পরীক্ষায় অংশ গ্রহনের যোগ্যতা
  5. পরীক্ষায় অংশ গ্রহণের নিয়মাবলী
  6. জব অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে যা যা লাগবে
  7. কোরিয়ায় গমনকারী প্রার্থীর খরচ

খুব সহজেই রেভিনিউ শেয়ার সাইট থেকে আয় করুন। প্রতিদিন ১০ মিনিটেই কাজ শেষ।

আমি আজকে যে সাইটটির কথা বলব সে সাইট টি দিন দিন খুব জনপ্রিয় হচ্ছে। সাইটটি থেকে খুব সহজেই ভাল আয় করা সম্ভব কারন আপনি সর্বনিম্ন ৫ ডলার ইনভেসট করে মাসে ১২০% – ১৫০% প্রফিট পাবেন। আবার সেই প্রফিট দিয়ে নতুন শেয়ার প্যাক কিনতে পারবেন। সাইটটির অ্যালেক্সা র‌্যাঙ্ক ৪৪৮২।

মাই পেয়িং এডস সাইট টি ভেরিফাইড একটি সাইট। নিচে প্রমান দেখুন।

এই সাইট টি খুব ভাল একটা সাইট যদি কারো ইনভেস্ট করার মত ডলার অথবা টাকা থাকে তাহলে আপনি এই সাইটে কাজ করতে পারেন। কারন আপনি যদি এই সাইটে ৫ ডলার ইনভেস্ট করেন তাহলে ১২০% পর্যন্ত আয় করতে পারবেন। মানে আপনি যদি ১০০ ডলার দিয়ে ১০০ টা ১ ডলার মূল্যের শেয়ার প্যাক কিনেন তাহলে আপনি এক মাস পরে ১৫০ ডলার পাবেন। এই সাইটে সর্বনিম্ন ৫ ডলার বিনিয়োগ করতে পারবেন। পারফেক্ট মানি, পেইজা অথবা পেপাল দিয়ে ডিপোজিট ও ডলার উত্তোলন করতে পারবেন। কিভাবে কাজ করবেন টা নিচে দেয়া হল।


প্রথমে এই লিঙ্ক এ গিয়ে অ্যাকাউন্ট খুলুন।

এখন Register এ ক্লিক করুন তারপর আপনার তথ্যাদি দিয়ে ফর্মটি সঠিকভাবে পূরন করুন।

নাম, ইমেইল, ইউজার নেম, পাসওয়ার্ড ও দেশ সিলেক্ট করে ক্যাপচা টাইপ করে I Accept all Terms and Conditions এ টিক দিয়ে সাইন আপ এ ক্লিক করুন। তাহলেই অ্যাকাউন্ট খোলার কাজ শেষ। পাসওয়ার্ড অবশ্যই ৮-১৫ অক্ষরের হতে হবে এবং এটিতে বড় হাতের অক্ষর ও ছোট হাতের অক্ষর সহ একটি # * ব্যবহার করতে হবে। এখন অ্যাকাউন্ট করতে Log in এ ক্লিক করে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগিন এ ক্লিক করুন।

এখন এই রকম একটি পপআপ Window ওপেন হবে সেখানে আপনি নিচের ছবির মত স্কিপ বা Close করুন।

এখন আপনি আপনার প্রফাইল পেজ এ আছেন। এবার আপনাকে মানি ডিপোজিট করতে হবে। এ জন্য সবার উপরের Finance ট্যাবে ক্লিক করুন।

এবার Add Fund এ ক্লিক করলে নিচের ছবির মত দেখতে পাবেন। এখন add amount এ আপনি কত ডলার ইনভেস্ত করবেন তা লিখুন সবনিম্ন ৫ ডলার ইনভেস্ত করতে পারবেন। ডিপোজিট মেথড থেকে পারফেক্ট মানি, পেইজা অথবা পেপাল যেকোন একটি সিলেক্ট করে সাবমিট দিন।

আপনি যত বেশী ইনভেস্ট করবেন তত বেশী লাভ পাবেন। কারন আপনি ১ ডলার দিয়ে একটি শেয়ার প্যাক কিনলে আপনি পাবেন ১ ডলার ২০ সেন্ট। আপনি যদি ৫০ ডলার ইনভেস্ট করেন তাহলে আপনি এক মাসে ৭৫ ডলার পাবেন তাহলে আপনার লাভ ২৫ ডলার। এজন্য আপনাকে প্রতিদিন মানে প্রতি ২৪ ঘন্টায় ১০ সেকেন্ডের ১০ টি এড দেখতে হবে তাহলে প্রতিদিনের প্রফিট প্রতিদিন পাবেন।
ডলার এড করার পর আপনাকে Finance এ ক্লিক করে Purchase Shares এ ক্লিক করতে হবে তারপর এরকম একটি পেজ ওপেন হবে।

প্রথমে আপনাকে AdPack-Plan 1 কিনতে হবে। এখন আপনি যতগুলো শেয়ার কিনতে চান তা Purchase Shares এর বক্সটি তে শেয়ারের পরিমান লিখুন এবং প্রিভিউ এ ক্লিক করুন তারপর Pay Now এ ক্লিক করুন। ব্যস আপনার শেয়ার কেনা শেষ। এখন Overview ক্লিক করে আপনার অ্যাক্টিভ শেয়ার গুলো দেখতে পারবেন।

এখন আপনার কাজ হল প্রতিদিন ১০ টি করে এড সার্ফ করা ২৪ ঘণ্টার মধ্যে একবার দেখলেই আপনার শেয়ার গুলো একটিভ থাকবে সেগুলো থেকে আপনি রেভিনিউ পেতে থাকবেন।

আপনি উপরে view ads এ ক্লিক করে surf ads এর অপশন পাবেন। প্রতিদিন আপনার শেয়ারের উপর ৫% প্রফিট পাবেন। প্রফিটের ৩০% থাকবে মূল ব্যালেন্সে আর বাকী ৭০% যাবে Re-purchase Balance এ।

Re-purchase ব্যালেন্স Withdrawal করতে পারবেন না কিন্তু শেয়ার কিনতে পারবেন। যখনি Re-purchase Balance এ ১ ডলার হবে তখনি আপনি একটি শেয়ার কিনতে পারবেন। এজন্য Finance থেকে Purchase Shares এ গিয়ে Use Re-Purchase Balance first এই ঘর টিতে টিক চিহ্ন দিবেন তা না হলে আপনার account balance কেটে নিবে।

এভাবে যখন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স এ ৫ ডলার হবে তখন আপনি পে আউট করতে পারবেন। আমি ৪০ ডলার ইনভেস্ট করে সর্বমোট ৯০ ডলার ক্যাশ আউট করছি। আমার বর্তমান শেয়ারের পরিমান ১০৩ টি। এবং কোন সমস্যা ছাড়াই প্রতিদিন প্রফিট পাচ্ছি।

সাইটি থেকে ক্যাশ Withdrawal করতে কোন চার্জ দিতে হয়না। এছাড়াও কোনরূপ সমস্যা ছাড়াই ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে পেমেন্ট দেয়। নিচে আমার পেমেন্ট প্রুফ দিলাম।


হাতিয়ে নিন আপনার বন্ধুর পিসিতে সংরক্ষিত থাকা সকল লগিন আইডির ইমেইল, ইউজার নেইম এবং পাসওয়ার্ড। সাথে লগিন করার লিংক সহ। পর্ব-১



          বিমমিল্লাহির রাহমানীর রাহীম





প্রথমে সবাইকে আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। অনেক দিন লিখতে বসে গেলাম। এবারের লেখাটি পুরো্ বিষয়ই হ্যাকিং নিয়ে। হয়তো শিরোনাম দেখে এতক্ষণে বুঝে গেছেন।
আজকে আপনাদের মাঝে আমি বেশ কিছু শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার শেয়ার করবো। এগুলোর ব্যবহার পুরোপুরি আপনার উপরে নির্ভর করে। আপনি এর মাধ্যমে অনলাইনে পাসওয়ার্ড বের করতে পারবেন না। এগুলো দ্বারা পেন ড্রাইভ বা মেমোরী কার্ডের মাধ্যমে আপনার বন্ধুদের পিসি থেকে তাদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারবেন ৫ সেকেন্ডের মধ্যেই। তবে আপনি বুদ্ধি খাটিয়ে অনলাইনের মাধ্যমেও এগুলো ব্যবহার করতে পারবেন। যেমন ; কারো পিসির রিমোট কন্ট্রোল নিতে পারলে এগুলো দ্বারা তার পাসওয়ার্ড দেখতে পারবেন।
এগুলো আপনার জন্য মজার হলেও আপনার ভিকটিমের জন্য খুবই মারাত্নক। তাই বুঝে শুনে ব্যবহার করবেন। অপরের ক্ষতি করার চেষ্ঠা করবেন না (বললেও লাভ নাইরে ভাই, ক্ষতি করার জন্যই তো শেয়ার করতেছি)।
২টি পর্বের টিউনের আজকে প্রথম পর্ব।
আগে ডাউনলোড করে নিন সফটওয়্যারগুলো। সাইজ নিয়ে ভাবতে হবে না। সবগুলো ফাইলের সাইজই ১০০ কিলো বাইটের মাঝে।
  1. BulletsPassView.rar – 35 KB

  2.  Chrome Password viewer.rar – 125 KB

  3.  Dailup Pass .rar – 38 KB

  4.  Messenger Password .rar – 59 KB

  5.  Netpass viewer .rar – 41 KB

  6.  Opera Password viewer .rar – 35 KB

  7.  Wifi Password Viewer .rar – 46 KB



ব্যবহার :

ফাইলগুলো আগে ডাউনলোড করে নিন। এবার ফাইলগুলো Extract করে নিন। এর  ভেতরে আপনার কাংখিত পাসওয়ার্ড ভাউয়ার টি দেখতে পাবেন। এবারা ডাবল ক্লিক করে রান করান। যেমন আমি Chrome Pass viewer টি রান কলালাম। কি দেখতে পেলেন ! আপনার সামনে ব্রাউজারের সকল সেভ করা পাসওয়ার্ড এসে হাজির। নিচের স্কিনশটটি দেখুন।


পাসওয়ার্ডের সাথে ইউজার নেম, লগিন করার এড্রেস সহ এসে হাজির। আপনি এই টেবিলটিকে html আকারে বের করে নিতে পারবেন। এ জন্য পাওয়ার্ড ভিউয়ারের মেনু থেকে View তে যান। একটি পপআপ মেনু আসলে সেখান থেকে HTML Report – All Items তে ক্লিক করুন। দেখুন একটি html ফাইল Export হয়েছে। সেখানেই পাসওয়ার্ডের পুরো ছকটি আছে। এভাবে সকল পাসওয়ার্ড ভিউয়ার থেকে সেই সফটওয়্যার দিয়ে লগিন করে সেভ করা পাসওয়ার্ড গুলো বের করে নিতে পারবেন।
আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বে মজিলা ফায়ারফক্স সহ আরও বেশ কয়েকটি জনপ্রিয় সফটওয়্যারের পাসওয়ার্ড ভিউয়ার আপনাদের মাঝে শেয়ার করবো।

শেষ কথা

লেখায় কোন প্রকার ভূল থাকলে ক্ষমা সুন্দর দুষ্টিতে দেখবেন। আর টিউন সম্পর্কে যদি আপনাদের কিছু বুঝতে কোন অসুবিধা হয় তবে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটি মতামত আমাকে সামনে আরও সুন্দর টিউন উপহার দিতে উৎসাহ প্রদান করবে।  আর যে কথা না বললেই নয়, তা হলো লেখা কপি পেস্ট বর্জন করা। ৩-৪ ঘন্টা একটানা লিখার পর কপি পেস্ট করলে পুরো পরিশ্রমটাই বৃথা যায়। সবাই ভালো থাকবেন। সকলের শুভ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

Joomla Website Hacking (Shell uploading Exploits)

To welcome you all to hack BD tutorial school. In today's post I will share with you




My Blog Component Exploits jumalara how to upload a shell.

Of which need to be tracked for



1) bhulanarabala website (Google darkera you'll find).

Ii) Xampp Or Wampp Exploits for code to run.

3) PHP uploader / Shell.

Bhulanarabala site to find any of these Google darku using a Google search for:

inurl: / components / com_myblog /

 

index.php? option = com_myblog

inurl: /index.php? option = com_myblog

This site is a site that will resalte bhulanabala site: http://joomlahack.com/

At the end of this time the site will be able to add this link, thus http://joomlahack.com/index.php?option=com_myblog&task=ajaxupload /index.php?option=com_m

yblog&task=ajaxupload

After the link to your site if you see a message that the site is such a bhulanarabala ...

{Error: 'No file hash been uploaded.', Msg: "}

If you will understand this message is not otherwise bhulanarabala site.


Wamp the Xampp webserver or folder on the C drive there, save this file (use the PHP file extension) and save in the same directory on your web shell of this and.PHP.jpg


I need to run eksaplaitati siemadira those for whom you go to the directory where you saved the code has eksaplaita. CMD theory of how the directory for that would be a tip: If you're running Xampp Web Server eksaplaita code for you and your shell to save the note of C Drive Xampp Folder PHP Folder icon of the folder are now going to have to do for the CMD Open Drag the folder and select type cd and PHP We have to understand that the SCM D.

I found your site and the Exploits bhulanarabala the (CMD cases to write) with:

 php exploit_code_file_name.php http://joomlasite.com /
That would save the name of your eksaplaita code that links to the websites will bhulanarabala lekhabena and then press enter, then upload it to the shell, the shell linked to properly siemadite show.

Those who do not understand the text properly tuned when they can take a look at this video tiutoralati. Thus, the only difference being eksaplayatati to carry out ... a Different eksaplayata video I've used.

Thanks to everyone for reading the tune.

Can not copy the text of the magazine or website? The solution ...

Many days later I came back with a fresh new tool, a website can not copy the text or the text in the usual way and then a little bad, especially those who worked in Wright's report, I drew you a new tool for any website with which you can easily write You can copy.
If you come to the point, a lot can be done in the way, the inside of a browser's JavaScript is (quite bhyajala matter), and the extension of the use of JavaScript in the browser has been tagola mode. That hassle is on and off repeatedly. It just can not be like others. This tool for them, just simply submit the URL, you can copy beautiful way: D. Do you want to see? If you look in the very act,
 Easy Copy this link to go first, and then place the photo that you want to copy the URL from the site. Suppose I want to copy the text from the site ... then click on the submit button with a link to the text area, ... (note the link http: // before pay it, if not it will not work).





দেখলেন তো কত সহজে কপি করতে পারছেন 

This means that the price of 70 dollars worth of about 5500 Lifetime license to Dr.Web for your phone now and do not miss a full day of protection.

Awesome is an anti-virus software for your phone and take to protect your phone from malware and other such frivolous things. The price is $ 70 at the store to play the money around 5500. As I said earlier, I am with you all days, we will give some people for free. Store ratings and very good at 4.4 / 5 App name: dr.web lifetime license Size: 8mb




Hey, listen to full stop before.

You gain a lot of your phone at the root of the root of what it means to truly ?? Who will protect your phone ??
Indeed, many said they had noticed a couple of days for the automatic phone monkey test, time service app install the ferrule portion. Who can not uninstall them the way they do it again, but again in a few minutes is going to install.
Asachedekhachena app but miss out again how to reset the phone to dissolve harmful app.
Hey brother gulai the malware.
Ksatikaraapanara tremendous personal information to hack your phone nibeara coach cayabena You do it.
Dr.web will protect your phone from all types of malware.
There are some more features like ninah
Call block: you can block calls.
Anti-theft: If your phone is stolen you can give to your phone dead.
Firewall: You can not use this app when the app that allows you to use your data to any other app than not.
Do I have some more features.
This means that creaked version laisensaarama Life Tiles, and he used to protect your phone.
So you do not have any words to use dhumaiya.

মোবাইল বন্ধ না করেই বিনা খরচে ইনকামিং কল আসা বন্ধ করুন


মনে করেন আপনি কোন একটা জরুরি মিটিং এ আছেন, মোবাইল চালু রাখতে চাচ্ছেন কারণ সময় দেখা লাগতে পারে আবার প্রয়োজনে কলও করা লাগতে পারে।কিন্তু আপনি চাচ্ছেন কোন কল যেন আপনার না আসুক এবং কোন এসএমএস না আসুক এরকম একটা ব্যবস্থা করে রাখতে:এটা খুবই সহজ একটা ব্যাপার।




ইনকামিং কল বন্ধ রাখতে ডায়াল করুন  *35*0000#
ইনকামিং কল চালু করতে ডায়াল করুন #35*0000#
এসএমএস বন্ধ রাখতে:- *35*0000*16#
এসএমএস চালু করতে  #35*0000*16#
এখানে  0000 হচ্ছে পাসওয়ার্ড। এটা গ্রামীণফোনের কমন একটা পাসওয়ার্ড।
অন্য অপারেটরদের জন্য কাস্টমার কেয়ারে যোগাযোগ করে জেনে নিতে হবে।
একইভাবে আউটগোয়িং কলও বন্ধ রাখা যায়:- বন্ধ করতে  *33*0000#
চালু করতে # 33*0000#
আপনি ইচ্ছে করলে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন যেকোন সময়। আর উপরের সবকিছুই করতে পারবেন টাকা খরচ না করেই।

$ 3.8 dollars to download the new version is totally free with the EASY screen recorder NO ROOT

Peace to all of you today, with the first time I came back with something new. By the grace of God, I hope you are all well. Anara I wish everyone the best of all time are. Please pray for me so that I can have the best of all time and all the time you can come up with something better. Anyway, today I will share with you a wonderful Android app. By this app, you can easily call without disturbance to Root your phone to Screen Record. This completely new version of the app. It is very easy to use. The name of this app EASY screen recorder NO ROOT. The price is $ 3.8 USD on Google Play. Please download the App from the bottom of the first.

Click here to Download


Let's take a look at some of the features: -
 EASY screen recorder is the easy way to create high quality screen recordings on Android. Upload videos of your worlds, capture your attacks, make screen recordings for promotional videos, tutorials, screencasts or simply share our finest moments! Recordable is the screen recorder which: Is simple to install and easy to use Records your audio and gestures Supports almost all tablets and phones Easily shares your video online Does not require root Do you need any kind to tiumenta. But I always find forgiveness for any mistakes.

যারা ওয়েব সাইটে বা ইউটিউবে ভিজিটর চান তাদের জন্য(আনলিমিটেড ভিজিটর নিয়ে নিন)

আসসালামু আলাইকুম!
আশা করি সবাই ভাল আছেন। আমি আজকে আপনাদের ওয়েব সাইটে বা ইউটিউবে ভিজিটর আনার বা বাড়ানোর বিষয়ে বলব, যাতে আপ্নারা আপনাদের ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর আনতে পারেন। এর মধ্যে আবার কিছু সাইট থেকে আপনারা আপনাদের সাইটে এস ই ও এর জন্য সহায়ক হবে। আমি আজকে আপনাদের ১১ টি সাইট এর তথ্য দিব যে সাইট গুলতে অটো সার্ফ বা ম্যানুয়াল সার্ফ করে পয়েন্ট বা ক্রেডিট আয় করতে পারবেন যা দিয়ে আপনি আপনার ওয়েব সাইটে, ইউটিউবে ও সোশ্যাল পেজে আনলিমিটেড ভিজিটর বা সাবসক্রিপ্সন আনতে পা্রবেন।
১। Hitleap
আমি মনে করি এই সাইট আপনাদের ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর আনার জন্য সেরা। লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলুন তার পর ট্রাফিক এক্সচেঞ্জ পেজে গিয়ে ওদের ভিউয়ার সফটওয়্যার ডাউনলোড দিন ও আপনার পিসিতে সেটআপ দিন এর পর লগিন করে অন্নদের সাইট ভিজিট করুন ও মিনিট আয় করুন। আপনার সাইট এড করে দিন তার পর দেখুন মজা।
২। Otohits
আমি মনে করি এই সাইট আপনাদের ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর আনার জন্য ২য় সেরা। লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলুন তার পর অটোহিতস অ্যাপ পেজে গিয়ে ওদের ভিউয়ার সফটওয়্যার ডাউনলোড দিন ও আপনার পিসিতে সেটআপ দিন এর পর লগিন করে অন্নদের সাইট ভিজিট করুন বা ওদের দ্যা অটোসার্ফ পেজে গিয়ে অটোসার্ফ করে মিনিট আয় করুন। আপনার সাইট এড করে দিন তার পর দেখুন মজা।
৩। Twistrix
আমি মনে করি এই সাইট আপনাদের ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর আনার জন্য ৩য় সেরা। লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলুন এর পর ওদের দ্যা সার্ফ নাউ পেজে গিয়ে অটোসার্ফ করে পয়েন্ট আয় করুন। আপনার সাইট এড করে দিন তার পর আনলিমিটেড ভিজিটর পান।
৪। Feelingsurf
আমি মনে করি এই সাইট আপনাদের ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর আনার জন্য ৪র্থ সেরা। লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলুন তার পর ওদের সার্ফবার পেজে গিয়ে স্টার্ট দ্যা সার্ফবার এ ক্লিক করে ক্রেডিট আয় করুন। আপনার সাইট এড তার পর আনলিমিটেড ভিজিটর পান।
৫। Rankboostup
আমি মনে করি এই সাইট আপনাদের ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর আনার জন্য ও এস ই ও এর জন্য সহায়ক সেরা। লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলুন তার পর ট্রাফিক এক্সচেঞ্জ পেজে গিয়ে স্টার্ট রেগুলার ব্রাউসিং সেশন এ ক্লিক করে অন্নদের সাইট ভিজিট করুন ও মিনিট আয় করুন। আপনার সাইট এড করে দিন তার পর দেখুন মজা। এই সাইতের জন্য আপনাদের ব্রাউজার এ আলেক্সা টুলবার ইন্সটল থাকতে হবে, ডাউনলোড-এক্সটেনশন থেকে ডাউনলোড ও ব্রাউজার এ ইন্সটল করে নিন।
৬। Linkcollider
আমি মনে করি এই সাইট আপনাদের ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর আনার জন্য ও এস ই ও এর জন্য সহায়ক সেরা ও এস ই ও এর জন্য অনেক গুলো টুল পাবেন যা দিয়ে সোশ্যাল পেজে ও আনলিমিটেড ভিজিটর বা সাবসক্রিপ্সন আনতে পা্রবেন। লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলুন তার পর কালেক্ট টোকেনস থেকে ট্রাফিক এক্সচেঞ্জ এ ক্লিক করে অন্নদের সাইট ভিজিট করুন ও টোকেনস আয় করুন। আপনার সাইট এড করে দিন তার পর দেখুন মজা। এই আয় করা টোকেনস দিয়ে এস ই ও এর জন্য টুল দিয়ে আপনার সাইটে এস ই ও করাতে পারবেন।
৭। Alexamaster
আমি মনে করি এই সাইট আপনাদের ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর আনার জন্য ও সোশ্যাল পেজে ও আনলিমিটেড ভিজিটর বা সাবসক্রিপ্সন আনতে পা্রবেন। লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলুন তার পর আরন পয়েন্ট থেকে বিভিন্ন ভাবে অন্নদের সাইট ভিজিট করুন ও পয়েন্ট আয় করুন। আপনার সাইট এড করে দিন তার পর ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর ও সোশ্যাল পেজে ও আনলিমিটেড ভিজিটর বা সাবসক্রিপ্সন নিন।
৮। Likesplanet
এই সাইট আপনাদের ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর আনার জন্য ও অন্যোন্য সোশ্যাল পেজে ও আনলিমিটেড ভিজিটর বা সাবসক্রিপ্সন আনতে পা্রবেন। লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলুন তার পর আরন পয়েন্ট থেকে বিভিন্ন ভাবে অন্নদের সাইট ভিজিট করুন ও পয়েন্ট আয় করুন। আপনার সাইট এড করে দিন তার পর ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর ও সোশ্যাল পেজে ও আনলিমিটেড ভিজিটর বা সাবসক্রিপ্সন নিন। এখান থেকে আপনি টাকাও ইঙ্কাম করতে পারবেন ১০০০০ পয়েন্ট হল ২$ আর ২$ হলে পেজাতে নিতে পারবেন। এখান থেকে ভিডিও দেখতে ও পারেন জানার জন্য।

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেতে কিছু উপায়

ল্যাপটপ চুরি গেলে আর্থিক ক্ষতির থেকেও বেশি ‍দুশ্চিন্তায় পড়তে হয়, ল্যাপটপের হার্ডডিস্কে জমা থাকা তথ্যাদি হারিয়ে যাওয়া কিংবা পাসওয়ার্ড হ্যাক হওয়ার ভয়ে। চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেতে, কিছু উপায় অবলম্বন করা যেতে পারে।

ল্যাপটপের লোকেশন ট্র্যাক প্রোগ্রাম চালু রাখা
কে আপনার ল্যাপটপ চুরি করেছে তা জানার সবচেয়ে কার্যকরী উপায় হিসেবে, আপনার ল্যাপটপে ‘লোকেশন ট্র্যাক’ এর প্রোগ্রামটি ব্যবহার করুন। এর ফলে চোর ল্যাপটপটি কোনো ওয়াই-ফাই জোনে চালু করার চেষ্টা করলে মুহূর্তেই খবরটি পেয়ে যাবেন আপনি। কেননা লোকেশন ট্র্যাক জায়গাটি নির্দিষ্ট করার পাশাপাশি ল্যাপটপের ওয়েবক্যামের মাধ্যমে চোরের ফটোও আপনার ই-মেইলে পৌঁছে দেবে।

ল্যাপটপ কপ ইনস্টল করে রাখা
আপনার ল্যাপটপটিতে যদি ‘ল্যাপটপ কপ’ নামক একটি প্রোগ্রাম ইনস্টল করে রাখেন, তাহলে খুব সহজেই ব্যবহারকারীর কর্মকান্ড ই-মেইলের মাধ্যমে ধরে ফেলতে পারবেন। এটি আপনাকে ব্যবহারকারীর বিভিন্ন কর্মকান্ডের স্ক্রিনশট মেইলে জানিয়ে দেবে। এই স্ক্রিনশটগুলোকে কাজে লাগিয়ে আপনি আইনের সাহায্যে চোরকে ধরে ফেলুন।
সিরিয়াল এবং মডেল নম্বর নিরাপদে রাখা
আপনার প্রিয় ল্যাপটপটির নিরাপত্তার জন্য সবসময় এর সিরিয়াল এবং মডেল নম্বরটি স্মরণে রাখুন বা কোথাও লিখে রাখুন। হারিয়ে যাওয়া ল্যাপটপটি উদ্ধারে এই নম্বরগুলো আপনাকে যথেষ্ট সাহায্য করবে।
হার্ডওয়্যারে নাম লিখে রাখুন
যদিও এই উপায়টি খোয়া যাওয়া ল্যাপটপ উদ্ধারে খুব বেশি জোরদার নয় তবুও এই কাজটি করে রাখতে পারেন। হার্ডওয়্যারে আপনার নামটি লিখে রাখুন এবং এর জন্য শক্ত পাসওয়ার্ড ব্যবহার করুন।
নিয়মিত পাসওয়ার্ড বদলান
আপনি যদি ল্যাপটপটির মাধ্যমে কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তাহলে খেয়াল করে দেখবেন ব্রাউজারটিমাঝে মাঝে লগইন হয়েই থাকে। এর জন্য আপনি আপনার পাসওয়ার্ডটি কিছুদিন পরপর পরিবর্তন করতে পারেন।
ইনবক্স থেকে পাসওয়ার্ড ডিলিট করুন
আপনার পাসওয়ার্ডটি স্মরণে রাখার জন্য তা কখনই ইনবক্সে সেভ করে রাখবেন না। এটি মারাত্মক ভুল।
তথ্যের ব্যাকআপ রাখুন
ল্যাপটপ হারিয়ে যাওয়া অনেক কষ্টকর কিন্তু এতে থাকা বিভিন্ন ডকুমেন্টস, ছবি হারিয়ে যাওয়া আরো বেশি কষ্টকর। তাই আপনার ল্যাপটপে থাকা যাবতীয় কিছুর ব্যাকআপ রাখুন। ল্যাপটপ চুরি হলেও তথ্য যেন না হারায়।

আপনার প্রিয় PC বা Laptop ক্লিন করুন শর্টকার্ট উপায়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।


হ্যালো আমার প্রান প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আমরা এখন ডিজিটাল যুগে প্রাই সবাই কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করি। আর আমার বিশ্বাস প্রাই সবারই কম্পিউটার বা ল্যাপটপ ক্লিন থাকা বা রাখা নিয়ে সমস্যা। কারন আমরা কম্পিউটার বা ল্যাপটপ ক্লিন রাখার জন্য কতো কিনা করি। স্ক্যান করি, tree মারি, সেকেন্ডে সেকেন্ডে রিফ্রেশ করি, এতো কিছু করে, তাও দেখা যায় কম্পিউটার বা ল্যাপটপ ভারি হয়ে আছে। আজকে আমার টিউন এর উপরেইঃ সুতরাং কথা না বারিয়ে কাজের কথায় আসিঃ
আজকে আপনাদের একটা ছোট সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেবো। সফটওয়্যারটির নামঃ Cleanup.
সাইজঃ ৩০৮ KB.

এই ফাইল টি ডাউনলোড করার পরে Install করা লাগবে না। জাস্ট কপি করে এনে আপনার কম্পিউটার বা ল্যাপটপের ডেস্কটপে রেখে দিন। এবং নিচের স্কিনশর্ট অনুযায়ী কাজ করুনঃ
প্রথমে আপনার ডেস্কটপে কপি করা আইকনটিতে ডাবল ক্লিক করুনঃ

২) তারপর আপনার সামনে এমন একটি উইন্ডো ওপেন হবেঃ


৩) তারপর CleanUp! এ ক্লিক করুন। এবার CleanUp Report দেখুন। দেখবেন আপনার কম্পিউটার বা ল্যাপটপের সব গুলো Temp ফাইল Delete হয়ে যাচ্ছে, এখন কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর আপনার সামনে আরেকটি উইন্ডো ওপেন হবেঃ



৪) তারপর আপনি ডিসাইড করবেন যে আপনি কি উইন্ডস Logoff  করবেন না স্টার্টই রাখবেন। বাছ কাজ শেষ। তারপর উইন্ডোটা Close করে দিনঃ



দেখবেন আপনার কম্পিউটার বা ল্যাপটপ আগের থেকে অনেক ফাস্ট হইছে। আপনার কম্পিউটার বা ল্যাপটপ যখনি ভারি বলে মনে হবে তখনি করতে পারবেন।



আশা করি আপনাদের ভালো লেগেছে।

আমার টিউনে আপনাদের উপকার কতখানি হবে জানিনা, তবে ক্ষতি যে হবেনা এটা আমি ১০০% শিওর।
সবাইকে ধন্যবাদ।