Gp 4G MODEM GRAMINPHONE 4G MODEM



এখন আসি সফটওয়্যার ইন্টারফেসে । আর এখানেই সবচেয়ে বেশি পরিবর্তন আনা হয়েছে । মডেমটিতে দেওয়া ইন্সট্রাকশন অনুযায়ী, মিনি-সিম কার্ড প্রবেশ করিয়ে পিসিতে লাগান । তাহলে অটোম্যাটিক ইন্সটলেশনের সব কাজ হয়ে যাবে । আপনাকে কিছুই করা লাগবে না । আর আপনার কম্পিউটারে যদি 𝒜𝓊𝓉𝑜𝑅𝓊𝓃 বন্ধ করা থাকে তাহলে ফাইল এক্সপ্লোরার থেকে 4𝒢 আইকনে ডাবল ক্লিক করলেই কিছুক্ষনের মধ্যে ইন্সটলেশনের সব কাজ হয়ে যাবে ।        আগের ৩জি মডেমটি  হ্যান্ডেল করার জন্য আলদা সফটওয়্যার ইউজ করতে হত । কিন্তু এখন ৪জি মডেমটি কন্ট্রোল করার জন্য আপনাকে আলাদা সফটওয়্যার ইউজ করতে হবে না । যেকোন একটা ওয়েব ব্রাউজার থাকলেই হবে । মানে নতুন মডেমের ইউজার ইন্টারফেস হচ্ছে ওয়েবভিত্তিক । আর অনেক ফাস্ট । মডেমটি পিসিতে লাগানো মাত্রই কানেক্ট হয়ে যাবে আপনাকে কিছুই করতে হবে না । জাস্ট মডেমটি লাগাবেন আর লাইট ইনডিকেটর দেখে ইন্টারনেট অ্যাক্সেস করা শুরু করে দিবেন । তবে আপনি সেটিংস থেকে চেঞ্জও করতে পারবেন ।     সফটওয়্যার ইন্টারফেসটি থেকে আপনি ফোনবুক চেক করতে ও এডিট করতে পারবেন । এসএমএস সেন্ড করতে পারবেন । এবং ইনকামিং মেসেজগুলো দেখতে পারবেন । কানেক্ট, ডিসকানেক্ট করতে পারবেন । ডাউনলোড আপলোড স্পীড দেখতে পারবেন । 2𝒢, 3𝒢, 4𝑔, 𝒶𝓊𝓉𝑜 কনফিগার করতে পারবেন । তবে দুঃখের বিষয় আপনি 𝒰𝒮𝒮𝒟 কোড রান করতে পারবেন না । এটা আমার কাছে মোটেই ভালো লাগে নি । পরবর্তী আপডেটে হয়ত এটা ঠিক হয়ে যাবে ।     মডেমটি 𝑀𝒶𝒹𝑒 𝒾𝓃 𝒞𝒽𝒾𝓃𝒶 𝒷𝓎 𝒵𝒯𝐸 𝒞𝑜𝓇𝓅𝑜𝓇𝒶𝓉𝒾𝑜𝓃 . 𝑀𝒪𝒟𝐸𝐿:- 𝑀𝐹833𝒯  কিছু স্পেসিফিকেশন নিচে দেখুনঃ-  𝒩𝑒𝓉𝓌𝑜𝓇𝓀:- 𝐿𝒯𝐸-𝐹𝒟𝒟 𝐵1/3/8/20 𝒰𝑀𝒯𝒮 850/1900/2100/900𝑀𝐻𝓏, 𝐸𝒢𝒫𝑅𝒮/𝒢𝒮𝑀 850/900/1800/190 0𝑀𝐻𝓏 𝒮𝓅𝑒𝑒𝒹:- 𝐿𝒯𝐸 𝐹𝒟𝒟: 𝒟𝐿/𝒰𝐿 150/50𝑀𝒷𝓅𝓈 𝒪𝒮 𝒮𝓊𝓅𝓅𝑜𝓇𝓉𝒲𝒾𝓃10, 𝒲𝒾𝓃8, 𝒲𝒾𝓃𝒹𝑜𝓌𝓈 𝒳𝒫, 𝒱𝒾𝓈𝓉𝒶, 𝑀𝒶𝒸 𝒪𝒮 𝐼𝓃𝓉𝑒𝓇𝒻𝒶𝒸𝑒𝐼𝓃𝓉𝑒𝓇𝓃𝒶𝓁 𝒜𝓃𝓉𝑒𝓃𝓃𝒶 𝒰𝒮𝐵 2.0 𝐻𝒮, 𝒰𝐼𝒞𝒞       কিছু অসুবিধা থাকলেও আপনি অন্তত এটা বলতে পারবেন যে আই এম নাও ইন ফোর্থ জেনারেশন । আরও কিছু জানার থাকলে কমেন্টে বলুন… ধন্যবাদ ।   আজকে এই পর্যন্তই ।