জাল টাকা চিনিয়ে দেবে স্মার্টফোনের অ্যাপ!







জাল টাকা চেনা বেশ মুশকিলের ব্যাপার। কেনাকাটা কিংবা ব্যাংক লেনদেনেও কখন যে জাল টাকা ঢুকে যায় বোঝা দুষ্কর। তবে এখন থেকে স্মার্টফোনের অ্যাপে জাল টাকা চেনা যাবে!

আসল টাকা শনাক্ত করা বেশ দুষ্কর ব্যাপার। যে কারণে কেনাকাটা হতে শুরু করে লেনদেনের ক্ষেত্রে আমাদের নানা সমস্যায় পড়তে হয়। জাল টাকার চেনার জন্য বিভিন্ন উপায় বাংলাদেশ ব্যাংক জানালেও জালিয়াত চক্র এই বিষয়গুলোও মাথায় রেখে কাজ করে। তাই খুব দক্ষ না হলে সাধারণের পক্ষে জাল টাকা চেনা দায় হয়ে পড়ে।

সামনেই ঈদ। আর ঈদ এলে জালিয়াতি চক্র আরও বেশি সক্রিয় হয়। কারণ ঈদের জন্য লেনদেন ঘটে অনেক বেশি। এই সময়টিতে জাল টাকার প্রভাব একটু বেশিই দেখা যায় বাজারে। তাই এমন অপ্রীতিকর ঘটনা এড়াতে হলে জেনে নিন কিভাবে বুঝবেন কোনটা আসল ও কোনটা নকল টাকা। সেজন্য আপনার স্মার্টফোনে ব্যবহার করতে পারেন Counterfeit cash Detector অ্যাপ।

এই অ্যাপটিতে আসল টাকার সকল প্রকার বৈশিষ্ট্য ছবিসহ দেওয়া রয়েছে। যা থেকে আপনি সহজেই নকল টাকা এবং আসল টাকার পার্থক্য বুঝতে পারবেন। যে কারণে কেও নকল টাকা দিলে অ্যাপটিতে ধরা পড়ে যাবে খুব সহজে। তাছাড়া এটি খুব জটিলও নয়। এই অ্যাপটি ব্যবহার করতে আপনার স্মার্টফোনটি ২.৩ বা এর উপরের ভার্সন হলেই যথেষ্ট। অ্যাপটি গুগল প্লে হতে আপনি নামিয়ে নিতে পারবেন। অ্যাপটির সাইজেও খুব ছোট, মাত্র ৪.১ এমবি।

জাল টাকা চিনিয়ে দেবে স্মার্টফোনের অ্যাপ!

যেভাবে জাল টাকা পরীক্ষা করবেনঃ

অ্যাপটি চালুর করার পর একটি বাটন দেখা যাবে। ওই বাটনে ক্লিক করে মোবাইলের ক্যামেরা চালু করুন। সন্দেহজনক টাকাটিকে সমতলভাবে বিছিয়ে নিয়ে এর সম্পূর্ণ ছবি তুলুন।

এরপর ডান পাশে পাবেন একটি আইকন, সেখানে ক্লিক করুন। এরপর টাকাটি স্ক্যাণ হবে। এরপর আপনাকে কিছুই করতে হবে না, অ্যাপটি জানিয়ে দেবে টাকাটি আসল নাকি নকল।

তবে খেয়াল রাখতে হবে যাতে করে ছবি তোলার সময় টাকার সম্পূর্ণ অংশ যেনো সঠিকভাবে আসে। কেনোনা সম্পূর্ণ ছবি না আসলে আসল টাকাটিও নকল দেখাবে। তাই ছবি তোলার সময় যতোটা কাছে সম্ভব এবং অবশ্যই টাকার সম্পূর্ণ অংশের ছবি তুলতে হবে। এভাবে এই অ্যাপের মাধ্যমে আসল টাকা চিনুন।..

নিচের টিউনগুলো লখ্য করুন, কাজে লাগতেও পারে
কীভাবে ব্যবহার করবেন প্রিজমা! জেনে নিন
[Mega Post] ফ্রি কল করুণ যেকোণ দেশে, ব্যালেন্স থেকে কোণ টাকা কাটবে না
Android Game মেড in বাংলাদেশ
TV Guide Bangladesh- টেলেভিশনের যাবতীয় আপডেট এখন আপনার স্মার্টফোনেই
স্মার্টফোনের প্যাটার্ন লক ভুলে গেলে কীভাবে খুলবেন জেনে নিন